বগুড়া আদমদীঘিতে ইউএনও’র মত বিনিময় সভা
বগুড়া প্রতিনিধি :বগুড়া জেলার আদমদীঘি উপজেলা নির্বাচনের আগামী মঙ্গলবার ভোট গ্রহণ উপলক্ষে আজ বেলা সাড়ে এগারো ঘটিকায় সময় উপজেলার সভাকক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৯ মে) রবিবার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা সাড়ে এগারো ঘটিকায় সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে উপজেলার নব নির্মিত সভাকক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ মে মঙ্গলবার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং এর দায়িত্ব প্রাপ্ত ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নির্বাচন মনিটরিং কর্মকর্তা সুজয় পাল, সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী। আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষে দায়িত্ব প্রাপ্ত ভোট গ্রহণকারী সকল কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালনের প্রতি বক্তাগণ জোড়ালো বক্তব্য প্রদান করেন। উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সবার জন্য সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শতভাগ নিরপেক্ষ থেকে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজ। তিনি বলেন, ভোট গ্রহণের সাথে সম্পৃক্ত সকলের সর্বাত্মক সহোযোগিতা নিয়ে আমরা আগামী ২১ তারিখে উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করে আদমদীঘি উপজেলাবাসীকে উপহার দিতে পারবো ইনশা-আল্লাহ।