বেশি বেশি বই পড়ুন আলোকিত মানুষ হয়ে আলোকিত সমাজ গড়ে তুলুন– বিভাগীয় কমিশনার
মোহাম্মদ আককাস আলী : রাজশাহীর বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির বলেছেন,বেশি বেশি বই পড়ুন আলোকিত মানুষ হয়ে আলোকিত সমাজ গড়ে তুলুন। তিনি বলেন,যারা সততার সাথে পরিশ্রম করে সমাজকে বেগবান করতে চায়, অন্ধকার থেকে আলোর মুখ দেখায়, তারাই সফলতা অর্জন করে। পৃথিবী তাদেরকে মনে রাখে। সোমবার দুপুরে বিভাগীয় কমিশনারের অফিস কক্ষে সাংবাদিক ও কবি মোহাম্মদ আককাস আলী তাঁর লেখা সপ্তম আবিস্কার “কবিতা ও গল্পের রূপকাহিনী” বইটি হাস্যউজ্জল সাদা মনের মানুষ রাজশাহীর বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের হাতে তুলে দেন। ওই সময় কবির সঙ্গে ছিলেন তাঁর সহকর্মী দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার বিশেষ প্রতিনিধি মনির হোসেন। কবি তাঁর বইটি থেকে নেওয়া “বেটির বাড়ি” কবিতাটি আবৃত্তি করে বিভাগীয় কমিশনারকে শুনান। তিনি কবির মুখে স্বরচিত কবিতাটি শুনে মহা খুশি হন। উল্লেখ্য, কবির এই লেখা বইটি এখন বিভিন্ন বড় বড় লেখক কবি, সাহিত্যিক,সাংবাদিক,সম্পাদক,প্রশাসনিক ব্যক্তিবর্গ ও বইপ্রেমীদের হাতে। বই পড়ুয়াদের অভিমত, “কবিতা ও গল্পের রূপকাহিনী” বইটি বর্তমান সমাজে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
Print [1]