ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ , আজকের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নৌপুলিশের নিজ অর্থায়নে জেলেদের মাঝে শুকনা খাবার বিতরণ 

নৌপুলিশের নিজ অর্থায়নে জেলেদের মাঝে শুকনা খাবার বিতরণ 

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলা নৌপুলিশ ফাঁড়ির নিজ অর্থায়নে মঙ্গলবার বিকেলে জেলেদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।
জানা যায় ঘূর্ণিঝড়  রিমাল এর প্রভাবে ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে নৌপুলিশ ফাঁড়ির  নিজ অর্থায়নে শুকনা খাবার বিতরণ করা হয়।
দশমিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আকতার হোসেন জানান, উপজেলায় প্রায় ৬-৭ হাজার জেলে আছে। বঙ্গোপসাগরে সৃষ্ট  ঘূর্ণিঝড় রিমাল দশমিনা উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পাড়া মহলায়, নদীর পারে মাইকিং করে জেলেদের নদীতে মৎস্য স্বীকারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে অনেক জেলেদের ক্ষতি হয়। জেলা পুলিশ সুপার মহোদয়ের কাছে উপজেলায় ঘূর্ণিঝড় রিমাল এর ক্ষতিগ্রস্ত জেলেদের নামের তালিকা প্রেরন করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নৌপুলিশ ফাড়ির উপপুলিশ পরিদর্শক (এসআই)আবদুল আল মামুন, আশরাফ সহ ফাড়ির সদস্য গন।