ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ , আজকের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

হত্যার হুমকির প্রতিবাদে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

হত্যার হুমকির প্রতিবাদে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দৌলতপুর কলেজের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গেল ৫ জুন বুধবার কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের সাথে কথা বলতে গেলে তাদের হত্যার হুমকি দেন বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ।

বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সংবাদ সম্মেলন করেন তারা।

এসম সংবাদ সম্মেলনে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানউল্লাহ আমান তার স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলেন, ৪ জুন দৌলতপুর কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের ভর্তি ফি এবং অনার্স কোর্সের ফরম পূরণের অতিরিক্ত খরচ কমানো, কলেজ ক্যাম্পাসে স্থায়ী ক্যান্টিন নির্মাণ এবং আগামী ৭ জুন ছয় দফা দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসে একটি প্রোগ্রাম করার অনুমতি সহ বেশ কয়েকটি দাবি উপস্থাপনের জন্য কলেজের অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেন। এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের অপমান করে বলেন কলেজ ক্যাম্পাসে কোন ছাত্রলীগের রাজনীতি চলবে না।

পরদিন ৫ জুন বুধবার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ কলেজ ছাত্রলীগের নেতা কর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের দাবিগুলো আবারও পুনরায় বিবেচনা করার জন্য অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনকে অনুরোধ করেন। এ সময় অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন ক্ষিপ্ত হয়ে তার লাইসেন্সকৃত বৈধ অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের গুলি করতে যায়। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করতে গেলে অধ্যক্ষের অনুগত রাজু, বিদ্যুৎ , ছোটন খা, মমিনুর রহমান মোহন তাদের কোমরে থাকা অবৈধ অস্ত্র বের করে শিক্ষার্থীদের গুলি করতে যায়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা সহ ছাত্রলীগের নেতা কর্মীরা দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন। তাই আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কুষ্টিয়ার রূপকার মাহাবুল আলম হানিফ সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি, এই অধ্যক্ষের বৈধ অস্ত্রের লাইসেন্স বাতিল সহ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করা হোক।