ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ , আজকের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

বগুড়া আদমদীঘিতে বিদ্যুতস্পর্শে গৃহবধুর মৃত্যু

বগুড়া আদমদীঘিতে বিদ্যুতস্পর্শে গৃহবধুর মৃত্যু

  বগুড়া   প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতস্পর্শে আদরি বেগম (২৬) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি সদর  ইউপির মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের নুর ইসলামের স্ত্রী ও তিন সন্তানের জননী।
জানায়ায়,  বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের আদরি বেগম নামের ওই গৃহবধু তার ঘরের ভিতর বৈদ্যুতিক পানির মটর (সাব মারসিবল) পাম্পের সুইচ চালু করতে গেলে ক্রুটিপুর্ণ বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে আটকে যায়। এসময় তার পরিবারের লোকজন দেখতে পেয়ে মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।  এ বিষয়ে আদমদীঘি থানার অফিসারস ইন চার্জ ওসি বিষয়টি নিশ্চিত করে জানান পরিবারে কারো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে থানায় একটি ইউডি  মামলা হয়েছে।
ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।