ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪ , আজকের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মামুন কবিরাজ

ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মামুন কবিরাজ

দৌলতপুর প্রতিনিধিঃ  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন জেলা কুষকলীগ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর শাখার সদস্য মামুন অর রসিদ (মামুন কবিরাজ)।

রোববার সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় ইতিমধ্যে মনোনীত কমিটির অন্যান্য সদস্যদের প্রস্তাব ও সমর্থনে সভাপতি মনোনীত হন তিনি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আজীবন দাতা সদস্য এ্যাড আঃকাঃম সরওয়ার জাহান বাদশাহ। অভিভাবক সদস্য তৌহিদ সরওয়ার, শামিউল ইসলাম, হাসানুজ্জামান,বাচ্চু , শিক্ষক প্রতিনিধি শরিফুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, নাসরিন সুলতানা।

এ বিষয়ে জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক মামুন কবিরাজ বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।