1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
লালপুরে পুলিশের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ - dailynewsbangla
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ফিলিপনগরে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করলেন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ খাজা আহমেদ ভেড়ামারায় ১৬ই জুলাই শহীদ দিবস পালিত  ষাটোর্ধ্ব বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিলেন পাষণ্ড সন্তান লালপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: গাঁজা গাছসহ বাবা-মেয়ে আটক। ঘোড়াঘাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জ ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন বিচারপতি রূপগঞ্জ পূনর্গঠনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এবং সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বোয়ালমারীতে বিক্ষোভ সমাবেশ     বোয়ালমারীর চতুল ইউনিয়ন ভূমি অফিসে টাকা ছাড়া ফাইল নড়ে না ভেড়ামারায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

লালপুরে পুলিশের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০২৪

লালপুরে পুলিশের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

লালপুর (নাটোর)প্রতিনিধি: নাটোরের লালপুর থানা পুলিশের এক সহকারি উপ পরিদর্শক (এএসআই) এর বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। ঐ পুলিশ অফিসারের নাম ইউসুফ আলী। ঘুষ গ্রহনে অপরাধে বকুল হোসেন নামের এক ভুক্তভোগী ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।

গত মঙ্গলবার (১১ই জুন) ই-মেইলের মাধ্যমে আইজিপি অফিসে এই অভিযোগের অনুলিপি পেরণ করেছেন বলে জানা গেছে। এছাড়াও সদয় অবগতির জন্য অভিযোগের অনুলিপি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার নাটোর বরাবর পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগকারী বকুল হোসেন সংবাদ মাধ্যমকে জানান, আমি পেশায় একজন কৃষক, বসন্তপুর বিলে রাতে পুকুরের মাছ পাহারা দেয়। আমি গত ১০/০৬/২৪ইং তারিখ সোমবার দিবাগত রাত ১০টার দিকে একই এলাকার বসন্তপুর বিলে থাকা কালে পাশেই আমার মাজেদা ফুফু বাড়ি। এসময় মাজেদা(মাজে ফকির) এর বাড়িতে লালপুর থানায় কর্মরত এএসআই ইউসুফ আলী সহ তার সঙ্গীয় ফোর্স প্রবেশ করে এবং প্রতিটি ঘর তল্লাশি চালায়। আমার ফুফু মাজেদা পুলিশের নিকট কারন জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়িতে দেহ ব্যাবসা চলে বলে উল্লেখ করেন। এ সময় তাদের চিৎকার চেচামেচি শুনে আমি পুকুরপাড় থেকে ফুফুর বাড়ির সামনে পৌঁছালে আমাকে প্রাথমিক পর্যায়ে আটক করে। পরে কেয়ামত আলীর বাড়ি পার করে নির্জন স্থানে নিয়ে গিয়ে ২০ হাজার টাকা দাবী করে। টাকা দিলে ছেড়ে দিবে, না হলে মামলা দিয়ে আদালতে চালান করার ভায়ভীতি দেখায়। আমি দিতে অস্বীকার করলে কয়েকটি চড়-থাপ্পড় মারে। পরে নিরুপায় হয়ে প্রানভয়ে বিষয়টি স্থানীয় মেম্বারকে জানায় এবং টাকা দিতে স্বীকার করি। পরে আমার আত্মীয় ও উপস্থিত স্বাক্ষী১/ নাজমুল(৫৫)পিতা মৃত ছুবান আলী ২/ভূগোল(৩৫)পিতা মাজদার ৩/রতন (৩২)পিতা আরমান এর মাধ্যমে এএসআই ইউসুফ আলীকে ২০ হাজার টাকা প্রদান করে।টাকা পাওয়ার পরে এএসআই ইউসুফ আলী আমাকে বলে, এ বিষয় যদি থানায় বা অন্য কাউকে বলিস তো আমার হাত থেকে কিন্তু বাঁচতে পারবি না। আমি একজন গরীব মানুষ, টাকা গুলো ঋন করে সংগ্রহ করে দিয়েছি। পুলিশের এমন কর্মকান্ডে বর্তমানে আমি হতাশ হয়ে পড়েছি। এমতাবস্থায় আমি থানার ওসিকে জানালে এএসআই ইউসুফ রাগের চোটে যদি আমাকে গুলি করে মেরে ফেলে তাই ভেবে এএসআই ইউসুফ আলীর সুষ্ঠ বিচার হওয়ার জন্য আইজিপি অফিসে অভিযোগ করতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে নাটোর জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম অভিযোগের অনুলিপি পাওয়ার পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ