ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪ , আজকের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর র‌্যাবের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারি আটক

কুষ্টিয়ার দৌলতপুর র‌্যাবের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারি আটক

খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ মো. আশিক রহমান (২৪) নামে একজন মাদককারবারি আটক হয়েছে।
১৪ জুন, শুক্রবার বিকেল ৪টায় সদর উপজেলার ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করা হয়। সে মিরপুর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে। র‌্যাব সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল কুষ্টিয়া সদর উপজেলার ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় ২০ বোতল ফেনসিডিল (যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা) সহ মাদককারবারি মো. আশিক রহমানকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছিল বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে। আটক মাদককারবারি মো. আশিক রহমান বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের করেছে র‌্যাব।