ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

এশিয়ান টিভির সাংবাদিক রিজুর উপর হামলা, হাসপাতালে ভর্তি

এশিয়ান টিভির সাংবাদিক রিজুর উপর হামলা, হাসপাতালে ভর্তি

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি: এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৯ জুন বুধবার বিকাল পাঁচটার দিকে কুষ্টিয়া হরিপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় শিপন, আসলাম, মুরাদ, ফারুক, সাজ্জাদসহ আরও ১০ থেকে ১৫ জন এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আহত হাসিবুর রহমান রিজু।

গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে অস্ত্রোপচার জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তিনাথ বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।