প্যান্ট ও টাইপরা লোক গুলো সমাজে গন্ডিনুন্ডি করে ও নীতি আদর্শ নেই
বললেন বিজয়ী চেয়ারম্যান ইকবাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী ইকবাল হোসেন কে গত শনিবার রাতে উপজেলার রনগোপালদী ইউনিয়নের যুব সমাজের পক্ষে সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজ করা হয়।
উক্ত সংবর্ধণা অনুষ্ঠানে বিজয়ী উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, আমাকে ধরে ও দাবাইয়া রাখার জন্য আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আজিজ (দোয়াত কলম), উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পদক বশির উদ্দিন(মটরসাইকেল), সহসভাপতি আবুবক্কর ছিদ্দিকি(কাপ পিরিজ) একের পর এক মার্সেল পাওয়ার প্রয়োগ করেছে। সাধারণ লুঙ্গিপড়া লোক গুলো আমাকে ভোট দিয়েছে। আমাকে টাই/প্যান্টপরা লোক গুলো ভোট দেয়নি। প্যান্ট ও টাইপরা লোক বলতে তিনি বুজিয়েছেন সমাজে কিছু লোক আছে টাকার বিনিময়ে বিক্রি হয় তাদের কোন নীতি আদর্শ নেই খাওয়াইলে আছে না খাওয়াইলে থাকেনা। আমি তাদের চিনি দশমিনা উপজেলায় তাদের পথচারনা নাম প্রকাশ করলাম না। ওরা সমাজে গুন্ডিনুন্ডি করে। তিনি আরো বলেন আমি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হারলে আমার অনেক কর্মীকে হয়রানি হতে হতো। সর্বোপরি আমি ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করবো।
উক্ত সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী মিজান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন মুন্সি, আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাদশা ফয়সাল, রনগোপালদী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।