ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪ , আজকের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

মান্দায় চায়ের দোকানী সাদিকুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মান্দায় চায়ের দোকানী সাদিকুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর মান্দায় চায়ের দোকানী সাদিকুল ইসলাম হত্যার প্রধান আসামি সাগার আলাী মন্ডলকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।গত রাতে অভিযান চালিয়ে নিয়ামতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সূত্রে প্রকাশ, নিহতের বাবা আবদুর রাজ্জাক একজন চা বিক্রেতা। তিনি চা বিক্রি করেই সংসার চালান। তিনি গ্রামের একজন অসহায় মানুষ। এই কারণে প্রতিবেশী আশরাফ আলী নামে এক ব্যক্তি তাকে দোকানঘর করার জন্য কিছু জমি দেয়। তার দেওয়া জমিতে দোকানঘর তৈরি করে চা ব্যবসা করে আসছিলেন। হঠাৎ একই গ্রামের হযরতুল্যাহর ছেলে সাগর হোসেন (৩০) ১১ এপ্রিল সন্ধ্যায় আবদুর রাজ্জাকের দোকান উচ্ছেদের জন্য ভাঙচুর শুরু করেন। এ সময় নিহত সাদিকুল ইসলাম প্রতিবাদ করলে তার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে অভিযুক্ত যুবক। এতে ঘটনা স্থলেই মাটিতে লুটে পড়েন সাদিকুল। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করান। ঘটনার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টায় সাদিকুল মৃত্যু বরণ করেন।
এ ব্যাপারে ওসি কাজী মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় নিহতের বাবা আবদুর রাজ্জাক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। গত রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাগার আলাী মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।