ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪ , আজকের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

গ্রাম থেকে শহর, সবর্ত্র লিগ্যাল এইড দেয়া হবে : জেলা ও দায়রা জজ

গ্রাম থেকে শহর, সবর্ত্র লিগ্যাল এইড দেয়া হবে : জেলা ও দায়রা জজ

 

রাজশাহী ব্যুরো: আইনের অধিকার নিশ্চিত করার জন্য লিগ্যাল এইড দেশের প্রতিটি জেলায় কাজ করে যাচ্ছে। বিশেষ করে দুই পক্ষকে ডেকে সমঝোতার মাধ্যমে মামলার জট কমিয়ে আনা লিগ্যাল এইডের মূল লক্ষ্য। বিচার প্রার্থীদের জানাতে হবে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে দ্রুত মামলার শেষ করা যায়। প্রন্তিক জনগোষ্ঠিকে আইনগত সহায়তা নিশ্চিত করার লক্ষে প্রতি মাসেই মাসিক সভা করে থাকে জেলা লিগ্যাল এইড অফিস। সেই ধারাবাহিকতায় বুধবার (২৬ জুন) রাজশাহী আদালতের জেলা ও দায়রা জজ এর সম্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) আল আসাদ মোঃ আসিফুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিজ্ঞ বিচারক মোহা: ইমদাদুল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল বাহার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ শফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুল ইসলাম। এসময় সভাপতির বক্তব্যে জনাব শেখ মফিজুর রহমান বলেন, শহর থেকে গ্রাম, সর্বত্র লিগ্যাল এইড দেয়া হবে।

আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা মাঝে মাঝে শুনতে পায় ছেলে মেয়েরা আদালতে উপস্থিত হয়ে কোর্ট ম্যারেজ করেছে। আপনারা জেনে রাখুন, আদালতে কোন বিয়ে হয়না। নোটারী পাবলিক এর মাধ্যমে একটি ডকুমেন্টস তৈরি করে থাকি। ঐ ডকুমেন্টেশনের মাধ্যমে ঘোষনা দেয়া হয় মাত্র। আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন। আপনারা জনগণকে সচেতণ করবেন, অসহায় হতদরিদ্রের জন্য লিগ্যাল এইড কাজ করে যাচ্ছে। বক্তব্য শেষে, বাগমারা উপজেলা থেকে আগত সকল জনপ্রতিনিধিদের অজানা প্রশ্নের উত্তর দেন। পরিশেষে সকল জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, নিজে অপরাধ করবেন না এবং অন্যদের অপরাধ থেকে বিরত রাখবেন। এসময় জনপ্রতিনিধিদের কিছু প্রশ্নের উত্তর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিজ্ঞ বিচারক মো: ইমদাদুল হক। তিনি তার বক্তব্যে সকল জনপ্রতিনিধিদের সবাধান করেন। তিনি বলেন, সমাজে কিছু ঘটনা ঘটে, যা জনপ্রতিনিধিদের আওতাভুক্ত নয়। যেমন: ধর্ষণ মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা, হত্যা মামলাসহ অনেক জটিল মামলা আছে। এই মামলাগুলো আদালতে পাঠিয়ে দিবেন। এসময় লিগ্যাল এইড এর জেলা অফিসার ও সিনিয়র সহকারি জজ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম মর্জিনা পারভিন, কোর্ট ইন্সপেক্টর রফিকুল ইসলাম@ রফিক, বাগমরা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, আইন কর্মকর্তা মোসা: মেহেরুন নেসা, উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার জনপ্রতিনিধিরা এবং এনজিও প্রতিনিধিরা।