ভেড়ামারায় কৃষি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী
হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় কৃষি অফিসের হল রুমে ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপি কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সুফি রফিকুজ্জামান উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া। প্রধান অতিথি বলেন,কন্দাল ফসল সবচেয়ে লাভজনক ফসল এই ফসল বাড়ির ঘরে আশপাশেও করা যায়, এই ফসল বিষমুক্ত ফসল, এই ফসল দেহের শরীরের কোন ক্ষতি করে না। কন্দর ফসল মাটির নিচে থাকে তাই সার বিষ দেওয়া লাগে না। তিনি আরো বলেন আমরা তামাক চাষ কে না বলি খাদ্যশস্য বেশি করে আবাদ করি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার শাহানাজ ফেরদৌসী, বিশ্বনাথ পাল উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা। ভেড়ামারা কৃষি অফিসের কর্মচারী সহ মেলায় অংশ গ্রহন কারি নার্সারির মালিকরা উপস্থিত ছিলেন। পরে কৃষি মেলায় অংশগ্রহণকারী নার্সারির মালিকদের মধ্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন।