দশমিনায় চার মহিষ চোরকে জেলহাজতে প্রেরন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় বৃহস্পতিবার বিকেল ৫ টায় চারটি মহিষ সহ চার জনকে আটক করেন দশমিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দশমিনা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড চরহাদী এলাকায় গত ২৬ জুন রাতে চারটি মহিষ অন্যএলাকা থেকে জনৈক খোকন নামের এক ব্যক্তি বাড়িতে রাখা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পরে। ০৪ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন বৃহস্পতিবার সকালে চরহাদী সীমানা নির্ধারণ বিষয়ে গেলে তাহার কাছে এলাকার লোক জন নালিশ করেন। পরে চেয়ারম্যান লোক জন নিয়ে খোকনের বাড়ি ঘেরাও করে চারটি মহিষ ও খোকন (৪০), জাহিদ(৩৫), শাকাওয়াত(৩৫), সায়েম(৩০)নামের চারজনকে আটক করেন । পরে দশমিনা থানা পুলিশকে খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে দশমিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন জানান দীর্ঘ দিনের সীমানা বিরোধ সমস্যা চরহাদীতে এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে চরহাদী যাই। এলাকার লোকজন বিকেলে মহিষ চুরি করে বাড়িতে বেঁধে রাখার বিষয় জানালে আমি এলাকার লোকজন নিয়ে ওই এলাকার খোকন এর বড়িতে যাই সেখানে চারটি মহিষ বাঁধা অবস্থায় পাই এবং চারজনকে আটকাই। পরে দশমিনা থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে হস্তান্তর করি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন দশমিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন বিকেল ৫টায় মোবাইল ফোনে জানান চরটি মহিষ সহ চারজনকে আটক করেছেন। পরে দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন সহ সঙ্গীয় ফোর্স পাঠিয়ে ঘটনা স্থল থেকে রাতে চারটি মহিষ জব্দ ও চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিঞ্জাসাবাদে মহিষ চুরির বিষয় সত্যতা পাওয়া যায়। তাদের চারজনকে শুক্রবার সকালে আদলতে প্রেরন করা হয়। আদালতের মহামান্য বিচারক জেলহাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।