ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

পরীক্ষা কক্ষে ডিজিটাল ডিভাইসব ও মোবাইল ফোন পাওয়ায় বহিস্কার চার

পরীক্ষা কক্ষে ডিজিটাল ডিভাইসব ও মোবাইল ফোন পাওয়ায় বহিস্কার চার

দশমিনা(উপজেলা)প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলায় এইচএসসি বাংলা পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় কারিগরি(বিএম) শাখার চার জনকে বহিস্কার করা হয়ছে। বিএম শাখার মোঃ নাঈম(৫৫৭৭৪০), দিপঙ্কর(৫৫৭৭৭১) মোবাইল ফোন এবং দিপু সিকদার(৭১৫২৭৬) ও আরাফাত রহমান( ৭১৩৭৫৬) এর সাথে ডিজিটাল ডিভাইস পাওয়ায় বহিস্কার করার বিষয় নিশ্চিত করে সরকারি আবদু রসিদ তালুকদার কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোঃ আনিচুর রহমান।
জানা যায়, ২০২২-২৩ শিক্ষা বর্ষের এইচএসসি পরীক্ষ ৩০ জুন সকাল ১০ টায় শুরু হয়। দশমিনা সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএম শাখার বাংলা পরীক্ষা শুরু হবার ১ ঘন্টা অতিবাহীত হবার পর পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস সঙ্গে পাওয়ায় চারজন পরীক্ষার্থীকে বহিস্কার করেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধূরী।
উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধূরী বলেন, এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভউিস রবিবার চলোমান বাংলা পরীক্ষায় বিএম শাখার চার জন পরীক্ষার্থীর সাথে পাওয়ায় বহিস্কার করার সুপারিশ করা হয়েছে।