ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

দশমিনায় পাউবি’র উচ্ছেদ অভিযান

দশমিনায় পাউবি’র উচ্ছেদ অভিযান

 

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় মঙ্গলবার সকাল ৮ টায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে পানি উন্নয়ন বোর্ড(পাউবি)।
জানা যায়, দশমিনা উপজেলা থেকে কালাইয়া পর্যন্ত খালের মধ্যবর্তী বহরমপুর ইউনিয়নের আমতলা নামক স্থানে দীর্ঘদিন যাবত কয়েকজন ভুমিদস্যু খালের একাংশ ইমারত নির্মান করে ভোগ দখলে আছেন। উক্ত খালেন প্রায় ৮শত ২২ মিটার জায়গা পানি উন্নয়ন বোর্ডের ৮০ দশকে অধিগ্রহনকৃত। উক্ত খালের দু’ই পরের ৫শত মিটার জায়গা প্রভাবশালী বাচ্চু সরদার সহ কয়েক জন তিন বছর পূর্বে অবৈধ ভাবে দখল করে ইমারত নির্মান করে বসবাস ও দোকান করে ব্যবসা করছে। খালের নাব্যতা রক্ষায় পনি উন্নয়ন বোর্ড (পাউবি)খালের সংস্কার বেড়িবাঁধের কাজ করতে গেলে বাঁধার মুখে পরে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর মঙ্গলবার সকালে পনি উন্নয়ন বোর্ড(পাউবি) উক্ত ৫শত মিটার জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম পরিচালনা করেন।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী রেজা আহম্মেদ, উপসহকারী প্রকৌশলী সোহেল রানা, সহকারী রাজস্ব কর্মকর্তা খায়রুল হাসান, দশমিনা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, দশমিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডেফেন্স ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপবিভাগীয় পানিউন্নয়ন বোর্ডের প্রকৌশলী রেজা আহম্মেদ বলেন, দশমিনা উপজেলা থেকে কালাইয়া পর্যন্ত চলোমন খাল প্রায় ৮শত ২২ মিটার পারি উন্নয়ন বোর্ড এর অধিগ্রহন করা। উক্ত খালের মধ্যবর্তী বহরমপুর ইউনিয়নের আমতলা নামক স্থানে প্রায় ৫শত মিটার অবৈধ স্থাপনন করা হয়। সকল প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার সকাল ৮ টা থেকে উক্ত ৫শত মিটারের অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু করেছি।