ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

মান্দায় আত্মহত্যা প্ররোচনার মামলায় সাংবাদিকের ছোট স্ত্রী গ্রেপ্তার 

মান্দায় আত্মহত্যা প্ররোচনার মামলায় সাংবাদিকের ছোট স্ত্রী গ্রেপ্তার 

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মান্দায় বড় স্ত্রী সূচনা আক্তারকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে সাংবাদিক স্বামী এমএ রাজ্জাক ও তার ছোট স্ত্রী ফারজানা আক্তারকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নিহতের ভাই আরিফ হোসেন। মামলায় পর রাতেই অভিযান চালিয়ে সাংবাদিক এমএ রাজ্জাকের ছোট স্ত্রী ফারজানা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পর্যন্ত রাজ্জাককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য রোববার সকাল ৯টার দিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর মরদেহ রেখে উধাও হয়েছেন সাংবাদিক স্বামী এম এ রাজ্জাক। রাজ্জাকের বাড়ি মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের দক্ষিণ পরানপুর গ্রামে।