ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ভেড়ামারায় বৃক্ষরোপনের  উদ্বোধন

ভেড়ামারায় বৃক্ষরোপনের  উদ্বোধন

হেলাল মজুমদারঃ  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বন বিভাগের আয়োজনে   বৃক্ষরোপন এর শুভ উদ্বোধন।

বৃক্ষ দিয়ে সাজায় দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় বাহিরচর ইউনিয়ন জিকে ক্যানালে  উপজেলা বন  বিভাগ  আয়োজিত   আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ উদ্বোধন করেন।

বৃক্ষরোপণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা  উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা  মোস্তফা কামাল মুকুল।তিনি বলেন, আমাদের দেশে বায়ু কার্বনডাই অক্সাইড এর পরিমাণ বাড়ছে। দেশে যে পরিমানের বন ছিলো তা দিনদিন কমে যাচ্ছে।দিনদিন আমাদের জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন হওয়ার  কারণে দৈনন্দিন প্রয়োজনে  গাছ কাটা পড়ছে। এর থেকে পরিত্রানের জন্য ও ভবিষ্যৎ প্রজন্মকে সুখী সমৃদ্ধি   পরিবেশ বান্ধব  শান্তির পুণ্য উপহার দিতে হলে বৃক্ষ রোপনের প্রয়োজন।

বৃক্ষরোপণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু , এসময উপস্হিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এমদাদু হক বিশ্বাস, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা বেগম, ভেড়ামারা  রেঞ্জ  কর্মকর্তা জাহিদুল ইসলাম। বাহিরচর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার সেলিম রেজা, ৭ নং ওয়ার্ডের মেম্বার ফজলুল হক প্রমুখ।