বগুড়া আদমদীঘিতে অর্থনৈতিক শুমারির মত বিনিময় সভা অনুষ্ঠিত
(বগুড়া ) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা হলরুমে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় উপজেলা পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর লিস্টারদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (০৪ জুলাই) বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় উপজেলার সভাকক্ষে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা লায়লা আনজুমানের সঞ্চালনায় অর্থনৈতিক শুমারি-২৪ এর লিস্টার সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শুমারির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জোন-১ এর জোনাল জোনাল অফিসার সোহান পারভেজ, জোন-২ এর জোনাল অফিসার আলী আহসান, জোন-৩ এর জোনাল অফিসার রাইজেল ইসলাম, আইটি সুপারভাইজার আবু বকর সিদ্দিক, নাফিউল ইসলাম, লিস্টারদের মধ্যে থেকে আতাউর রহমান, উম্মে হাবিবা, কানিজ ফাতিমাসহ আরো অনেকে বক্তব্য প্রদান করেন।
Print [1]