ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০ , আজকের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কৃষক নেতা কমরেড আবদুস ছত্তার খানের ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি

মো.বেল্লাল হোসেন: দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: “এ দেশ কৃষকের দেশ,কৃষক না বাঁচলে দেশ বাঁচতে পারেনা-কমরেড আবদুস ছত্তার খান। আজ ৭ নভেম্বর পটুয়াখালী দশমিনা উপজেলায় দক্ষিন বাংলার প্রান পুরুষ
কৃষক আন্দোলনের অন্যতম সংগঠন বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কৃষাণী সভার প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত কৃষক নেতা কমরেড আবদুস ছত্তার খানের ২৪তম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যদায় পালন করা হয়।

বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কৃষাণী সভার ৮টি সংগঠন সহ বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কৃষাণী সভার সভানেত্রী ও দশমিনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, ডা.সামছুরন্নাহার খান ডলি এবং বাংলঅদেশ কৃষক ফেডারেশন পটুয়াখালী শাখার সদস্য ও দশমিনা উপজেলা শাখার সধারন সম্পাদক প্রান কৃঞ্জদাস এর নেতৃত্বে কমরেড আবদুস ছত্তার খানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। কৃষক নেতার আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা,দোয়া,মিলাদ ও মুনজাতের এর আয়োজন করা হয়।

আলোচনা সভায় ডা.সামছুরন্নাহার খান ডলি বলেন ,আমার বাবা দশমিনা উপজেলার কৃষকের কথা ভাবেননি তিনি সমগ্র বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। তিনি কৃষকের প্রাপ্য এক খন্ড মাথাগোজার ঠাই খাস জমি জন্য একের পর এক পর্যায়ক্রমে ১৮০/১৬০/১৯৬ ঘন্টা আমরন অনে¦ষণ করেছেন। তিনি বলেন বর্তমান দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের কৃষকের প্রাপ্য খাস জমি প্রদানের জন্য অগ্রনী ভূমিকা পালন করেন।