ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪ , আজকের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

আদিবাসী শিক্ষক বিকাশ বারোয়ারের ওপর  হামলার প্রতিবাদে বাসদের বিক্ষোভ সমাবেশ

আদিবাসী শিক্ষক বিকাশ বারোয়ারের ওপর  হামলার প্রতিবাদে বাসদের বিক্ষোভ সমাবেশ

মোহাম্মদ আককাস আলী  : নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুরের নেতৃত্বে আদিবাসী শিক্ষক  বিকাশ বারোয়ারের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার মুক্তির মোড়ে বাসদের উদ্যোগে বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত হয়। তথ্যে অনুসন্ধানে জানা যায়,গত ৩০ জুন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চেয়ারম্যান মোস্তাফিজুর  কুশার পাড়া মোড়ে শিক্ষক বিকাশ বারোয়ারকে হামল করে। পরবর্তীতে চৌকিদার দিয়ে ইউনিয়ন পরিষদে তুলে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে চেয়ারম্যান মোস্তাফিজুরের নেতৃত্বে চৌকিদার ও মেম্বারেরা এলোপাতারি মারপিট করে। তাদের নির্যাতনের এক পর্যায়ে বিকাশ বারোয়ার জ্ঞান হারিয়ে গেলে তাকে পরিষদের বাহিরে ফেলে রাখে। বিকাশের স্বজনেরা প্রথমে নীতপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করালে দায়িত্ব প্রাপ্ত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। নওগাঁ  জেলা  বাসদ  আহবায়ক  জয়নাল আবেদীন মুকুলের সভাপতিত্বে  অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ পোরশা উপজেলার আহবায়ক  ভোদলু লাকড়া,রবি বারোয়ার,আদরী ট্প্প,চামেলী তিরকি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নওগাঁ  জেলা সভাপতি মিজানুর রহমান। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র নেতা  জীবন সরকার। বক্তা গণ বলেন অবিলম্বে বিকাশের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলকশাস্তি দাবি করেন।এ ছাড়া বক্তাগণ সমতল ভূমির আদিবাসীদের ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি কমিশন গঠনের দাবি করেন। সেই সঙগে বিকাশের পরিবারসহ অত্র এলাকার আদিবাসীদের নিরাপত্তা নিশ্চত করতে হবে।