২ হাজার ২৭০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করলেন সাংসদ সৌরেন্দ্র
মোহাম্মদ আককাস আলী,নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে ২ হাজার ২৭০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন করলেন সাংসদ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন। ইউএনও মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান,এমপির সহধর্মীনি রক্তিমা চক্রবর্ত্তী শেলী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ,আ.লীগ নেতা মুহা. মাহবুবুর রহমান ধলু, উপজেলা কৃষকলীগের সভাপতি ডা.আনারুল ইসলাম মিঠু প্রমুখ।
Print [1]