ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ভেড়ামারায় ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন এমপি কামারুল আরেফিন

ভেড়ামারায় ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন এমপি কামারুল আরেফিন

 

হেলাল মজুমদার কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন ও স্থানীয় মানুষদের সাথে  মতবিনিময় করলেন কুষ্টিয়া ২- (ভেড়ামারা – মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন । গতকাল মঙ্গলবার দুপুর ২ টার সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মোসলেমপুর, মুন্সিপাড়া,টিকটিকি পাড়া,  ১২ মাইল এলাকার পদ্মা নদীতে ভাঙ্গন এলাকার সরজমিনে  পরিদর্শন করেন এবং ভাঙ্গন কবলিত এলাকার সাধারণ মানুষদের সাথে মতবিনিময় করেন কুষ্টিয়া ২- (ভেড়ামারা- মিরপুর) আসনের  সংসদ সদস্য কামারুল  আরেফিন। এ সময় তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে অসহায় মানুষদের লক্ষ লক্ষ ঘর বানিয়ে দিয়েছেন। সেখানে আমার নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও  কুষ্টিয়া- ৩ আসনের সংসদ সদস্য মাহাবুব- উল  আলম হানিফ সাহেবের নিজ এলাকা মানুষ পদ্মার ভাঙ্গনে বাড়িখর ভেঙে যাবে এই মানুষগুলোর ক্ষতিগ্রস্ত হবে সেটা আমার সরকার  কোনদিন চাইবে না। তিনি আরো বলেন, ১২ মাইল, মুন্সিপাড়া, টিকটিকিপাড়া, মসলেমপুর কে  পদ্মা নদীর ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য ইতিমধ্যে স্থায়ীভাবে সাড়ে ছয় কিলোমিটার বাধ দেওয়ার জন্য একটি প্রকল্প দেওয়া হয়েছে। তার সার্ভেয়ারের কাজ শুরু হয়ে গেছে। এই অর্থ বছরে পাস হবে আমি অর্থ বছরে কাজ শুরু হবে। এই কাজ হলে  মিরপুর তালবাড়িয়া ও ভেড়ামারা বাহিরচরের   মানুষ পদ্মা নদীর ভাঙ্গন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল , উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল  ইসলাম ছানা, সরকারি  মহিলা কলেজে সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা,  উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  আব্দুল আজিজ, উপজেলা যুবলীগে সিনিয়র সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আলহাজ্ব নজরুল ইসলাম নজু,বাহিরচর  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহমতুল্লাহ মেম্বার, আওয়ামী লীগ নেতা আবু দাউদ,  উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ,  চাঁদগ্রাম ইউনিয়ন  যুবলীগের সাধারণ সম্পাদক  কারিবুল ইসলাম রনি, বাহিরচর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার  ফারুক,  কচি মেম্বার, তানভীর আহমেদ তাপস। সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।