ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ , আজকের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বগুড়ায় বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার 

বগুড়ায় বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার 

   (বগুড়া) প্রতিনিধি :বগুড়ায় বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ১০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছেন বগুড়া গোয়েন্দা শাখার টিম ডিবির সদস্যরা।  গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার মুরাদনগর গ্রামের আব্দুল কাফির ছেলে গোলাম জাকারিয়া (৩৩)। পুলিশ জানায়, গত রবিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের মাটিডালি বিমান মোড় এলাকা থেকে গোলাম জাকারিয়াকে গ্রেফতার করা হয়। তিনি শহরের সুত্রাপুর ঈদগাঁহ মাঠ এলাকায় বাড়িতে নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোস্তাফিজ হাসান জানান, গোলাম জাকারিয়ার শয়ন কক্ষ থেকে দুইটি কার্টনে ১০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোস্তাফিজ হাসান জানান, গোলাম জাকারিয়ার শয়ন কক্ষ থেকে দুইটি কার্টনে ১০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।