ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নওগাঁ -রাজশাহী মহাসড়কে চারশটি তালগাছ চারা রোপণ করলেন সাংসদ গামা

নওগাঁ -রাজশাহী মহাসড়কে চারশটি তালগাছ চারা রোপণ করলেন সাংসদ গামা

মোহাম্মদ আককাস আলী : 
 নওগাঁ -রাজশাহী মহাসড়কে চারশটি তালগাছ চারা রোপণ করলেন সাংসদ ব্রহানী সুলতান মাহমুদ গামা। ২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বজ্রপাত প্রতিরোধে মান্দা উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে এসব চারা রোপণ করা হয়েছে। এতে করে এক দিকে যেমন রাস্তাগুলো দৃষ্টি নন্দন হবে, অন্যদিকে স্থানীয়রা এ থেকে নানা সুবিধা ভোগ করতে পারবে। রবিবার তাল গাছের এই চারাগুলো রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন,ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌসুমি,সাংবাদিক মাহমুদুল নবী বেলালসহ স্থানীয়রা।