নিত্যপণ্যের বাজার অস্থির ক্রেতারা দিশেহারা
মোহাম্মদ আককাস আলী : নিত্যপণ্যের বাজার অস্থির হাওয়ায় ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাছ মাংস ডিম সবজির দাম, বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছে ক্রেতারা। ৬০ টাকার নিচে কোন সবজি বাজারে পাওয়া যাচ্ছে না। যতই দিন যাচ্ছে সবজি, পিঁয়াজ, কাঁচা মরিচের দাম পাল্লা দিয়ে বাড়ছে, কোন পদক্ষেপ নিয়ে ঠেকানো যাচ্ছে না দাম। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতিটি সবজির দাম ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। মঙ্গলবার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পিঁয়াজ ১১৫ টাকা, রসুন ২৩০ টাকা, আদা ৩৫০ টাকা, কাঁচা মরিচ ৩৫০ টাকা, আলু ৬০ টাকা, করলা ১৩০ টাকা, কাকরোল ১০০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, পটল ৪০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, শসা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুর গাটি ৮০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। এ ছাড়া যে কোন ধরনের শাক বিক্রি হচ্ছে প্রতি আঁটি ৩০ টাকা থেকে ৫০ টাকা,ডিম ৬০টাকা হালি,মুরগি প্রকারভেদে ৫শটাকা কেজি থেকে ২৫০টাকা,গরুর গোস্ত সাড়ে ৭শটাকা,খাসি ১১শটাকা,মাছ প্রকারভেদে ৪শ থেকে ৩শ টাকা,ছোটো মাছ ৯শ থেকে ৭শ টাকা। এই অস্থির বাজারে মধ্যবিত্ত ফ্যামিলিদের কষ্টের শেষ নেই। ভুক্তভোগীরা বলেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যর দাম বাড়িয়ে বিক্রি করছে। বাজার মনিটরিং জোরদার করা হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমে আসবে। প্রশাসনের দাবি, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার রয়েছে। যদি কোন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজারের দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Print [1]