দশমিনায় মৎস্য সপ্তাহ উদযাপন
মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
” ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ “
এই প্রতিপাদ্যকে সামনে রেখে দশমিনা উপজেলায় মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সফল মৎস্য চাষী, উদ্দোক্তাদের সন্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাফিসা নাজ নীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, মেরিন ফিশারিস কর্মকর্তা নাজমুল হাসান, বিআরডিবি কর্মকর্তা এস, এম, আরিফুর রহমান, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী কালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন, মৎস্যলীগের সভাপতি তুয়েল হাসান সহ বিভিন্ন ইউনিয়ের মৎস্য ব্যবসায়ী, মৎস্যজীবী গন।
স্বাগত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা সরকারের মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন দিক তুলে ধরেন। মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাতদিন ব্যাপি উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলকে অংশগ্রহনের আহবান জানান। তিনি আরো বলেন সরকার জেলেদের সর্বপ্রকার সুযোগসুবিধা দিয়ে আসছেন। জেলেদের অবৈধ জাল পরিহার করার আহবান জানান।
Print [1]