ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ভেড়ামারায় মতবিনিময় সভা

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ভেড়ামারায় মতবিনিময় সভা

হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভেড়ামারায় মতবিনয় সহ অনুষ্ঠিত হয়েছে। এবারের স্লোগান
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে উপজেলা প্রসাশন ও উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার   সকাল ১১টায় সময় উপজেলা পরিষদের   সম্মেলন কক্ষে  মৎস্য অধিদপ্তর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -২( ভেড়ামারা – মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি করে দেশে আমিষের চাহিদা পূরণে সকল মৎস্য চাষী ও উদ্যোগ দ।তাদের এগিয়ে আসার আহ্বান জানান।  বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু,  আরো উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার ভুমি আনোয়ার হোসাইন,  ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল,  উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা: মিজানুর রহমান,  উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা,  ভেড়ামারা থানার ওসি (তদন্ত)  লুৎফর রহমান,  উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, সহ সরকারি বিভিন্ন কর্মকর্তা, উপজেলা  শ্রেষ্ঠ মৎস্য জীবী হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল ক্রেস্ট নিচ্ছেন প্রধান অতিথি হাত থেকে। এসময় মৎস্য চাষী ও উপজেলার  কর্মরত  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । পরে উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।