রাজশাহীতে আবারও নাশকতার চেষ্টা- ওসি’র গাড়ি ভাংচুর অপরাধে গ্রেফতার ১০
রাজশাহী ব্যুরো: রাজশাহীতে নাশকতার দায়ে প্রায় ১০ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ।
বুধবার (৩১ জুলাই) দুপুর সোয়া ২ টার দিকে আদালত চত্বরে নাশকতার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এতে হামলার শিকার হয় রাজপাড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও তার গাড়ি বহর। দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে ওসি’র গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। এরপর ঐ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে আবার অভিযান চালিয়ে আরও কয়েকজনকে গ্রেফতার করে।
- গাড়ি বহরে হামলা ও আটকের ব্যাপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের মুঠোফোনে ফোন দিলে কথা হয় থানার সেকেন্ড অফিসার এসআই কাজল নন্দির সাথে। তিনি জানান, কারা হামলা চালিয়েছে এটা বোঝা যাচ্ছে না। তবে ঘটনা স্থল থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই হামলা কারা করতে পারে এমন প্রশ্ন করলে তিনি বলেন, আজ জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের রায় হওয়ার কথা। আবার সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনের ৯ দফা দাবী আদায়ের কর্মসূচি চলমান আছে। এই বিষয়টি মাথায় রেখে সকাল থেকে পুরো আদালত চত্বরে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। কিন্তু হঠাৎ দিগন্তপ্রসারী ক্লাবের গলি (মহিষবাথান এলাকা) থেকে এক দল দুর্বৃত্তরা এসে ওসি স্যারের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং তারা দ্রুত গলির ভিতরে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ধরার চেষ্টা করে কিন্তু তারা বিভিন্ন অলি গলির ভিতরে পালিয়ে যায়। তবে ঘটনার পর থেকে অভিযান অব্যাহত আছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পরে স্থানীদের সাথে কথা বললে তারা জানান, হঠাৎ একদল যুবক এসে ইটপাটকেল ছুড়ে পালিয়ে যায়। তারা কারা আমরা কাউকে চিনি না। পরে ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। আটক শিক্ষার্থীরা নির্দোষ বলে চিৎকার করে এবং তাদের হাত দেখায় যে, তারা এই হামলার সাথে জড়িত নয়। কিন্তু পুলিশ তদন্তের জন্য তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।