ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪ , আজকের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহীতে আবারও নাশকতার চেষ্টা- ওসি’র গাড়ি ভাংচুর অপরাধে গ্রেফতার ১০

রাজশাহীতে আবারও নাশকতার চেষ্টা- ওসি’র গাড়ি ভাংচুর অপরাধে গ্রেফতার ১০

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে নাশকতার দায়ে প্রায় ১০ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ।
বুধবার (৩১ জুলাই) দুপুর সোয়া ২ টার দিকে আদালত চত্বরে নাশকতার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এতে হামলার শিকার হয় রাজপাড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও তার গাড়ি বহর। দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে ওসি’র গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। এরপর ঐ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে আবার অভিযান চালিয়ে আরও কয়েকজনকে গ্রেফতার করে।

পরে স্থানীদের সাথে কথা বললে তারা জানান, হঠাৎ একদল যুবক এসে ইটপাটকেল ছুড়ে পালিয়ে যায়। তারা কারা আমরা কাউকে চিনি না। পরে ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। আটক শিক্ষার্থীরা নির্দোষ বলে চিৎকার করে এবং তাদের হাত দেখায় যে, তারা এই হামলার সাথে জড়িত নয়। কিন্তু পুলিশ তদন্তের জন্য তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।