ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ , আজকের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

বোয়ালমারীতে মাছের পোনা অবমুক্ত করলেন মন্ত্রী

বোয়ালমারীতে মাছের পোনা অবমুক্ত করলেন মন্ত্রী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা  অবমুক্ত করেন  মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি। শুক্রবার  (২ আগস্ট) সকালে উপজেলা পুকুরে তিনি মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা মৎস্য অফিসার মো. জসীমউদ্দীন, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য শরিফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান দাউদ প্রমুখ।