ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

দশমিনায় রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক এর দাফন

দশমিনায়  রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক এর দাফন

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি  পটুয়াখালী দশমিনা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আঃ খালেককে শুক্রবার সকাল ১১ টায় রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন কারা হয়।
জানা যায় দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের চরঘূনী গ্রামের আঃ খালেক ফকির দীর্ঘদিন ক্যান্সার রোগে বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয় সংলগ্ন বাসভবনে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার দুপুর ২ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে,,, রাজিউন। শুক্রবার সকাল ৮ টায় দশমিনা ইউনিয়ন পরিষদের মাঠে প্রথম জানাজা এবং সকাল ১০ টায় নিজ গ্রাম ঘূর্ণীচর মসজিদ মাঠে জানাজা শেষে রাস্ট্রীয় মর্যদায় গার্ড অব অর্নার প্রদান করে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিলো ৭৫ বছর। মৃত্যু কালে স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা, আতœীস্বজন সহ বহু গুণগ্রাহী দেখে যান। পটুয়াখালী জেলার চৌকস পুলিশ গার্ড অব অর্নার ও সহস্র ছালাম প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ওয়াসিউজ্জামন চৌধুরী, উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাতুব্বর সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।