দৌলতপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাংচুর ও লুট : বোমার বিষ্ফোরণ : আহত-৩
.
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দূবৃত্তর্রা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। এ সময় বোমার বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করেছে বলে অভিযোগ করা হয়েছে। দূবৃত্তর্দের হামলায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সহ অন্তত ৩ জন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বোমা হামলা, ভাংচুর ও লুটের এ ঘটনা ঘটে। হামলা ও লুটের ঘটনায় আহত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলী (৭২) শুক্রবার রাতে দৌলতপুর থানায় এজাহার দিয়েছেন। এ ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলীর দায়ের করা এজাহার সূত্রে জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সাইফুল মন্ডল (৪৫), সানোয়ার মলিথা (৩৮), রাজ্জাক মন্ডল (৩২) ও সাদ্দাম (২৮) সহ ২৫-৩০ জন দূবৃর্ত্ত দেশীয় অস্ত্রে সজ্বিত হয়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলীর বাড়িতে হামলা চালায়। এসময় তারা বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলীকে বেধড়ক মারপিট ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাড়ি-ঘরে ভাংচুর ও ব্যাপক লুটপাট চালায়। হামলকারী দূবৃত্তর্রা প্রতিবেশী মমেনা খাতুন, রাজেলা খাতুন, মিন্টু, আইনাল ও মনিরুল ইসলামের চায়ের দোকানসহ তার বাড়িতে হামলা চালিয়ে একই কায়দায় ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। ঘন্টাব্যাপী ভাংচুর ও লুটপাটের তান্ডবলীলা চালিয়ে দূবৃত্তর্রা ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। এসময় পর পর ১০-১২টি ককটেল বোমার বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি।
দূবৃত্তর্দের হামলায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলী, রাজেলা খাতুন ও মমেনা খাতুন আহত হন। আহতরা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।হামলা, ভাংচুর ও লুটের ঘটনায় আহত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলী বাদী হয়ে স্বর্ণালংকার সহ ৩ লক্ষাধিক নগদ টাকা লুট ও প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি সাধনের অভিযোগ এনে ২৯ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানার এজাহার দিয়েছেন। এ ঘটনায় মামলা হলে শুক্রবার রাতেই ৭ জনকে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।হামলা ভাংচুর ও লুটের ঘটনায় দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় পৃথক দু’টি মামলা হলে ৭ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।