ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০ , আজকের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

দৌলতপুরে কমিউনিটি সাপোর্ট গ্রুপ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: “শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) প্রশিক্ষণ আজ সোমবার (৯ নভেম্বর ) সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ছাতারপাড়া কমিউনিটি ক্লিনিক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে অত্র কমিউনিটি ক্লিনিকের সভাপতি শেখ আলাউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ আই মো.রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিসুর জামান (দুলাল) ,সাবেক মেম্বার মোঃ লিটন উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন, শেখ নুরুজ্জামান, খলিলুর রহমান, ওহিব উদ্দিন চুনু, নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এইচ সি মো. সাইফুল ইসলাম, এফ ডব্লিউ এ আফরোজা খানম ডেইজি প্রমুখ। কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় প্রশিক্ষণ প্রদান করেন- ছাতারপাড়া কমিউনিটি ক্লিনিকের সি এইচ সি পি মোছাঃ উম্মে সালমা জুঁই। প্রশিক্ষণ শেষে সকলকে একটি করে ছাতা প্রদান করেন।