“কাঠগোলাপের গল্প “
কবি শাহীন রেজাঃ
এখন তার শহর জুড়ে কাঠগোলাপ
কয়েক জাতের কাঠগোলাপ।
সাদার মাঝে হলুদের ছোঁয়া যে কাঠগোলাপ
সেটা তার খুব পছন্দের।
গোলাপ, রজনীগন্ধার চেয়েও সে ফুল তার খুব প্রিয়।
একবার অসময়ে সে কাঠগোলাপ চেয়েছিল।
সারা শহর হন্যে হয়ে খুঁজেও পাইনি সেই ফুল!
মনে মনে ভাবলাম এ কেমন আবদার, এ কেমন পাগলামি!
এর আগেও কোনো একজনের শখের একমাত্র কাঠগোলাপ গাছ থেকে চুরি করে সে ফুল তাকে দিয়েছি।
এবার তো বিপদ! সারা শহর ঘুরে একটা ফুল ও জোগাতে পারিনি। শেষ পর্যন্ত কাঠগোলাপের চারা কিনে টবে ভোরে তার কাছে পৌঁছে দিলাম, আর বলেছিলাম ভালবাসা দিয়ে যত্ন করে ফুল ফুটিয়ে নিও।
এখন তার শহর জুড়ে কাঠগোলাপ।
তার ইচ্ছে ছিল, আমাকে সাথে নিয়ে শ্রাবণের বৃষ্টিতে পুরো শহর জুড়ে ভিজবে।
আমাদের গেছে বহুদিন,
আমাদের সেই শ্রাবণ আর না আসবে।
এখন তার শহর জুড়ে কাঠগোলাপ,
এখন হাজার বছর দেখিনা তাকে,
হয়না আর সেই প্রেমালাপ।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 











