ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
২০ বছর পর রায়: খ্রিস্টান সম্প্রদায়ের দুইজনকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত  প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করলেন এসপি সাফিউল সারোয়ার দিনাজপুরের কৃতি সন্তান রোকমুনুর জামান রনি আবারও বেসিস সহায়ক কমিটিতে নির্বাচিত পদ্মার চরে বন্দুকযুদ্ধে নিহত ৩, গুলিবিদ্ধ ২ যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে, তারেক রহমান আবারো ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কারে ভূষিত হলেন ওসি শাহিন রেজা  মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই–ইউএনও আরিফুজ্জামান  ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালে ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয় লালপুরে নারীর জাগরণ মঞ্চ করলেন- পুতুল নারীর অগ্রযাত্রায় জিয়া পরিবার ভূমিকা রেখেছে ঐতিহাসিকভাবে—অধ্যাপক শহীদুল

রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে কঠোর নয় প্রশাসন 

রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে কঠোর নয় প্রশাসন 

রাজশাহী ব্যুরো: ৫ আগষ্ট হাসিনা সরকারের পদত্যাগের পর মুহুর্তের মধ্যে উত্তপ্ত হয় সাধারণ জনগণ। সেই রেস ধরে রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাতেও হামলা ও ভাঙচুর চালায় উত্তজিত জনতা। জ্বালিয়ে দেওয়া হয় বিভিন্ন ভবন। এরপর লুট হয়ে যায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র। এর দুইদিন পর দেশ স্বাভাবিক হলে লুট হওয়া মালামাল উদ্ধারে কাজ শুরু করে সেনাবাহিনী, আনছার ও শিক্ষার্থীরা। প্রশাসনের তৎপরতায় ধিরে ধিরে আসতে শুরু করে লুট হওয়া মালামাল। কেউ  স্বপ্রণোদিত হয়ে আবার কেউ ভয় পেয়ে মালামাল ফেরত দিচ্ছেন বলে জানা গেছে।
শনিবার (১০ আগষ্ট) সকাল থেকে নগরী কোর্ট বুলনপুর, কেশবপুরসহ আশেপাশের এলাকাগুলোতে মাইকিং ও বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করেন শিক্ষার্থী ও প্রশাসনের লোকজন।
এছাড়া প্রতিদিনই নগরীর পাড়া-মহল্লা মাইকিং করে মালামাল ফেরত দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। তবে লুট হওয়া মালামাল উদ্ধারে সহযোগিতা না করলে পাড়া-মহল্লায় সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান চালাবে জেলা প্রশাসন।
আন্দোলনে যোগ দেয়া ছাত্র, স্থানীয় তরুণ সমাজ, সংশ্লিষ্ট অফিস ও রেড ক্রিসেন্টের আহ্বানে সাড়া দিয়ে রাজশাহীর বিভিন্ন সরকারি স্থাপনা থেকে লুট হওয়া মালামাল ফিরিয়ে দিয়ে যাচ্ছেন অনেকেই। নগর ভবন থেকে লুট হওয়ায় মালামাল বৃহস্পতিবার সকাল থেকে মানুষ মালামাল ফেরত দিতে শুরু করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও রেড ক্রিসেন্টের সদস্যরা এসব মালামাল লিপিবদ্ধ করে লোকজনের কাছ থেকে বুঝে নিচ্ছেন। বিশেষ করে হাইটেক পার্ক ও সিটি করপোরেশনের মালামাল ফেরত দিচ্ছেন বেশি। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি অফিস ও স্থাপনা থেকে লুট হওয়া মালামালও ফেরত দেওয়া হচ্ছে। ফিরিয়ে দেওয়া মালামালের মধ্যে কম্পিউটার সামগ্রী, অফিস আসবাবপত্র, ফ্যান, এসি, চেয়ার, জেনারেটর ও সোফা রয়েছে।
এর আগে সোমবার লুট হওয়া বিভিন্ন মালামালের কিছু অংশ বুধবার সন্ধ্যা থেকে ফেরত আসার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা থেকে লুট হওয়া মালামালের কিছু অংশ ফেরত আসার কথা জানা গেছে। জনস্বার্থে বিভিন্ন এলাকায় হ্যান্ড মাইক নিয়ে মাইকিং করে এসব সরকারি মালামাল ফেরত দেওয়ার আহ্বান জানান স্থানীয় তরুণরা।
লুট হওয়া মালামাল উদ্ধার অভিযানে কাজ করছে  ৪০ বেঙ্গল রেজিমেন্টের। এসময় অভিযানে থাকা মেজর মোঃ মুবাস্বির জানান, অনেকেই স্বেচ্ছায় লুট হওয়া মালামাল ফেরত দিচ্ছে।  আমরা খুব নরম হয়ে লোকজনের সাথে কথা বলছি। নাহলে তারা ভয় পাবে। আমাদের সাথে ম্যাজিস্ট্রেট আছেন। তিনি থেকে ফেরতকৃত মালামালের তালিকা তৈরি করা হচ্ছে। আশাকরি, লুট হওয়া মালামালের ৩০% আমরা উদ্ধার করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
পরে দ্বায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সাজিদ তানভি শোভনের সাথে কথা বললে তিনি জানান, আমরা আপাতত উদ্ধারকৃত মালামাল তালিকা করে হেফাযতে নিচ্ছি। এরপর দেখবো কোন জিনিসপত্র কোন দপ্তরের। আমাদের সবাই সহযোগিতা করছে। আশাকরি দ্রুত এগুলো উদ্ধার করা সম্ভব হবে।
এছাড়াও মালামাল উদ্ধারে শুক্রবার নগরীর বিভিন্ন মসজিদগুলোতে জুমার নামাজের সময় বিষয়টি তুলে ধরেন ইমামরা।
Tag :
জনপ্রিয় সংবাদ

২০ বছর পর রায়: খ্রিস্টান সম্প্রদায়ের দুইজনকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন

রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে কঠোর নয় প্রশাসন 

আপডেট টাইম : ০৮:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে কঠোর নয় প্রশাসন 

রাজশাহী ব্যুরো: ৫ আগষ্ট হাসিনা সরকারের পদত্যাগের পর মুহুর্তের মধ্যে উত্তপ্ত হয় সাধারণ জনগণ। সেই রেস ধরে রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাতেও হামলা ও ভাঙচুর চালায় উত্তজিত জনতা। জ্বালিয়ে দেওয়া হয় বিভিন্ন ভবন। এরপর লুট হয়ে যায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র। এর দুইদিন পর দেশ স্বাভাবিক হলে লুট হওয়া মালামাল উদ্ধারে কাজ শুরু করে সেনাবাহিনী, আনছার ও শিক্ষার্থীরা। প্রশাসনের তৎপরতায় ধিরে ধিরে আসতে শুরু করে লুট হওয়া মালামাল। কেউ  স্বপ্রণোদিত হয়ে আবার কেউ ভয় পেয়ে মালামাল ফেরত দিচ্ছেন বলে জানা গেছে।
শনিবার (১০ আগষ্ট) সকাল থেকে নগরী কোর্ট বুলনপুর, কেশবপুরসহ আশেপাশের এলাকাগুলোতে মাইকিং ও বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করেন শিক্ষার্থী ও প্রশাসনের লোকজন।
এছাড়া প্রতিদিনই নগরীর পাড়া-মহল্লা মাইকিং করে মালামাল ফেরত দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। তবে লুট হওয়া মালামাল উদ্ধারে সহযোগিতা না করলে পাড়া-মহল্লায় সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান চালাবে জেলা প্রশাসন।
আন্দোলনে যোগ দেয়া ছাত্র, স্থানীয় তরুণ সমাজ, সংশ্লিষ্ট অফিস ও রেড ক্রিসেন্টের আহ্বানে সাড়া দিয়ে রাজশাহীর বিভিন্ন সরকারি স্থাপনা থেকে লুট হওয়া মালামাল ফিরিয়ে দিয়ে যাচ্ছেন অনেকেই। নগর ভবন থেকে লুট হওয়ায় মালামাল বৃহস্পতিবার সকাল থেকে মানুষ মালামাল ফেরত দিতে শুরু করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও রেড ক্রিসেন্টের সদস্যরা এসব মালামাল লিপিবদ্ধ করে লোকজনের কাছ থেকে বুঝে নিচ্ছেন। বিশেষ করে হাইটেক পার্ক ও সিটি করপোরেশনের মালামাল ফেরত দিচ্ছেন বেশি। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি অফিস ও স্থাপনা থেকে লুট হওয়া মালামালও ফেরত দেওয়া হচ্ছে। ফিরিয়ে দেওয়া মালামালের মধ্যে কম্পিউটার সামগ্রী, অফিস আসবাবপত্র, ফ্যান, এসি, চেয়ার, জেনারেটর ও সোফা রয়েছে।
এর আগে সোমবার লুট হওয়া বিভিন্ন মালামালের কিছু অংশ বুধবার সন্ধ্যা থেকে ফেরত আসার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা থেকে লুট হওয়া মালামালের কিছু অংশ ফেরত আসার কথা জানা গেছে। জনস্বার্থে বিভিন্ন এলাকায় হ্যান্ড মাইক নিয়ে মাইকিং করে এসব সরকারি মালামাল ফেরত দেওয়ার আহ্বান জানান স্থানীয় তরুণরা।
লুট হওয়া মালামাল উদ্ধার অভিযানে কাজ করছে  ৪০ বেঙ্গল রেজিমেন্টের। এসময় অভিযানে থাকা মেজর মোঃ মুবাস্বির জানান, অনেকেই স্বেচ্ছায় লুট হওয়া মালামাল ফেরত দিচ্ছে।  আমরা খুব নরম হয়ে লোকজনের সাথে কথা বলছি। নাহলে তারা ভয় পাবে। আমাদের সাথে ম্যাজিস্ট্রেট আছেন। তিনি থেকে ফেরতকৃত মালামালের তালিকা তৈরি করা হচ্ছে। আশাকরি, লুট হওয়া মালামালের ৩০% আমরা উদ্ধার করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
পরে দ্বায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সাজিদ তানভি শোভনের সাথে কথা বললে তিনি জানান, আমরা আপাতত উদ্ধারকৃত মালামাল তালিকা করে হেফাযতে নিচ্ছি। এরপর দেখবো কোন জিনিসপত্র কোন দপ্তরের। আমাদের সবাই সহযোগিতা করছে। আশাকরি দ্রুত এগুলো উদ্ধার করা সম্ভব হবে।
এছাড়াও মালামাল উদ্ধারে শুক্রবার নগরীর বিভিন্ন মসজিদগুলোতে জুমার নামাজের সময় বিষয়টি তুলে ধরেন ইমামরা।