শহীদ-আস সাবুরের পরিবারকে এক লক্ষ টাকা সহায়তা করলেন জামায়াত ইসলামী
মোহাম্মদ আককাস আলী : বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ-আস সাবুরের পরিবারকে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে এক লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয় ও রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,জেলা আমীর খ,ম আঃ রাকিব,জেলা কর্ম পরিষদ সদস্য প্রকাশনা বিভাগের সম্পাদক ও জেলা যুব বিভাগের সভাপতি আবু সিহাব, মহাদেবপুর উপজেলা আমীর আঃ আজিজ সুমন,সাবেক আমির শহিদুল ইসলাম ফারুক, নায়েবে আমীর রফিকুল ইসলাম রফিক
সেক্রেটারি সাজ্জাদুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ। শহীদ আস সাবুর শাহীন স্কুল জামগড়া (আশুলিয়া শাখা) পড়াশোনা করতো। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর বাস স্ট্যান্ডে।
Print [1]