রাস্তায় ফিরেছে ট্রাফিক পুলিশ, সঙ্গে আছে ছাত্র-জনতা
রাজশাহী ব্যুরো: কোটা সংস্কার জটিলতায় উদ্ভুদ্ধ পুলিশ জনতা সংঘাতের পর অবশেষে রাস্তায় ফিরেছে ট্রাফিক পুলিশ। যানবাহন চলাচল নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন তারা।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন শুরু করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। অন্তরবর্তীকালিন সরকারের শপথ গ্রহনের পর নিরাপদে কর্মস্থলে ফিরতে পেরে উচ্ছ্বসিত তারা। তবে ট্রাফিক পুলিশ রাস্তায় ফিরে আসলেও ঘরে ফিরেনি ট্রাফিকে কাজ করা ছাত্র-জনতা। পুলিশের পাশাপাশি তাতেরও সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন-সহিংসতার জেরে এক সপ্তাহ ধরে শহরের কোন সড়কেই ছিল না ট্রাফিক পুলিশ। পুলিশ শূন্য রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে বাঁশি-লাঠি হাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন শিক্ষার্থীরা।
কয়েকদিন ধরে ট্রাফিক নিয়ন্ত্রনে কাজ করা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা বলে, দেশের দুঃসময়ে রাস্তায় পুলিশ না থাকায় চরম বিশৃংঙ্খলা দেখা দিয়েছিল। তাই আমরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছি। এখন আমরা ঘরে ফিরবো, আমরা পড়াশোনায় ফিরবো। আশাকরি এখন থেকে পুলিশ তার দ্বায়িত্ব সঠিকভাবে পালন করবে। তবে পুলিশ চাইলে তাদের সহযোগী হিসেবে সব সময় পাশে থেকে কাজ করবে শিক্ষার্থীরা।
উল্লেখ, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর নিজেদের স্বার্থ সুরক্ষার কিছু দাবি উপস্থাপন করে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।
Print [1]