ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ , আজকের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

রাজশাহীতে ভোক্তা অধিকার আইন বিষয়ে সম্প্রীতি সভা করেছে ক্যাব

রাজশাহীতে ভোক্তা অধিকার আইন বিষয়ে সম্প্রীতি সভা করেছে ক্যাব

রাজশাহী ব্যুরো: দেশে চলমান দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও শিক্ষার্থীদের বাজার মনিটরিং নিয়ে সম্প্রীতি সভা করেছে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও কনজুমার এ্যসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এসময় ব্যবসায়ী, ভোক্তা ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় এই সচেতনতামুলক সম্প্রীতি সভা।

বুধবার (১৪ আগষ্ট) বেলা ১১টায় রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় ক্যাব সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধরি, বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

সভাটির প্রথমেই বাজার মনিটরিং নিয়ে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা। তারা বলেন, আমরা যখন বাজার মনিটরিং করি, তখন ব্যবসায়ীদের মধ্য দুই নীতি লক্ষ করেছি। মানে আমরা যখন দাম জিজ্ঞেস করি তখন তারা এক রকম দাম বলে, কিন্তু ক্রেতার কাছে জিজ্ঞেস করলে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে বলে জানাচ্ছে। আমরা চাই জিনিসপত্রের দামটা সব সময় ক্রেতার সাধ্যের মধ্যে থাকবে। সবাইকে সৎ হতে হবে তবেই আমরা কাঙ্খিত সোনার বাংলা গড়ে তুলতে পারবো।

সবার উদ্দেশ্যে শিক্ষার্থীরা বলে, আপনারা আগের দিনগুলো ভুলে যান। এখন থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি শিক্ষার্থীরা ও মাঠে থাকবে। শিক্ষার্থীদের এমন বক্তব্যের সমর্থন জানিয়ে তাদের উদ্দেশ্যে ক্যাব সম্পাদক মামুন বলেন, তোমরা অনেক লড়াই সংগ্রাম ও রক্তের বিনিময়ে এদেশকে একটি নতুন ধারায় নিয়ে এসেছো। আমাদের ভাল লাগছে সরকার পদত্যাগের পর সকল কিছুতে তোমরা কাজ করে চলেছো। তবে তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যখন বাজার মনিটরিং করবে তখন প্রতিটি বাজারে গিয়ে বাজার কমিটিকে অবগত করবে এবং পারলে তাদেরকে সাথে রাখবে। ভোক্তার অধিকার ও সুরক্ষা নিশ্চিতে কাজ করবে। পরে ব্যবসায়ীদের উদ্দেশ্যে মামুন বলেন, এই শিক্ষার্থীরাই আপনার সন্তান, তারাই আপনার ভাই বোন। অতএব তারা যখন বাজার মনিটরিং করবে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। তাদের সাথে এমন কোন আচরন করবেন না যেন, তারা কষ্ট পায়। তারা কাজ করছে জনগণের জন্য দেশের জন্য। পরে, শিক্ষার্থীদের এমন উদ্যোগে সব সময় পাশে থাকবে জেলা প্রশাসন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধুরী। এছাড়াও ছোট ছোট বক্তব্য রাখেন, ব্যবসায়ী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি বৃন্দরা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ব্যবসায়ী আলহাজ্ব খায়রুল বাসার, গীতা পাঠ করেন ডা: অক্ষয় কুমার সরকার।