ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ , আজকের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

মাহাবুব আলম রাণীশংকৈল( ঠাকুরগাও): ঠাকুরগাওয়ের রাণীশংকৈল হোসেন গাঁও ইউনিয়নে রাউতনগর দক্ষিণ ভবানিডাঙ্গি গ্রামে ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে একটি পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে শামীম(১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত শামীম ওই গ্রামের মেরাজুল ইসলামের ছেলে। জানা গেছে, ঘটনার দিন, দুপুর ১টার দিকে উপজেলার রাউতনগর দক্ষিণ ভবানিডাঙ্গি গ্রামের একটি কাঁচা রাস্তায় একদিক থেকে বাইসাইকেলে চড়ে শামীম আসছিল।

অপর দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষে শামীম রাস্তায় পড়ে যায়। ফলে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাওয়ার টিলার ড্রাইভার পালিয়ে যায়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, ওসি জাহিদ ইকবালসহ পুলিশদল । নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা পুলিশের কাছে লাশ দাফনের অনুমতি চায়। তবে, সহ- পুলিশ সুপার তোফাজ্জল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।