ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ , আজকের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

বকশীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মঙ্গলবার দুপুরে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের অর্থায়নে বরাদ্দকৃত এবং বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৬ টি পরিবারকে ৬ বান্ডিল ঢেউটিন ও প্রত্যেক পরিবারকে ৩ হাজার টাকার চেক
বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর। এসময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম , সাইফুল ইসলাম ও এএইচ লালন উপস্থিত ছিলেন।