ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ
হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ সহ সকল কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
রবিবার বিকেলে ৫ টার সময় ভেড়ামারা কোচ স্ট্যান্ডে উপজেলা ও পৌর স্বেচ্ছোসেবক দলের আয়োজিত আওয়ামী সরকারের রাজনৈতিক স্বীকার মিথ্যা বানোয়াট মামলায় গ্রেফতারকূত ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ সহ সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম মাসুদ সভাপতি কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবু সাহদ জাকারিয়া উৎপল, সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খন্দকার তসলিম উদ্দিন নিশাত সদস্য সচিব জেলা ছাত্রদল, শাহাজান আলী যুগ্ম সম্পাদক ভেড়ামারা উপজেলা বিএনপি,মনিরুল ইসলাম, জাহিদ হোসেন, আতিয়ার রহমান, আব্দুস ছালাম, মনিরুজ্জামান জুয়েল আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল, নাহারুল ইসলাম বকুল সদস্য সচিব ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক দল, সহ বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।