ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ , আজকের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

চেয়ারম্যানের অপসারনের দাবিতে মানববন্ধন

চেয়ারম্যানের অপসারনের দাবিতে মানববন্ধন

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী)প্রদিতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলার রবিবার সকাল ১০টায় ০৩ নং বেতাগিসানকিপুর ইউনয়ন চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বেতাগিসানকিপুর ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা।
জানা যায় গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধি ছাত্র জনতার আন্দোলকে প্রতিরোধ করার জন্য উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও বেতাগীসানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু উপজেলা আওয়ামীলীগের সাথে মিলে একাত্ততা প্রকাশ করেন। তিনি ও তার পরিষদের সচিব জন্ম নিবন্ধনে ৩০০-৪০০ টাকা নিতেন। সরকারের বিভিন্ন ভাতা বন্টনে দলীয় করন এবং অর্থের বিনিময়ে নাম অন্তভুক্ত করতেন। তার সময় কালে এলাকার লোকজন তাকে ইউনিয়ন পরিষদে পেতোনা এবং তিনি ও তার সচিব বিভিন্ন দূর্নীতির সাথে জড়িত দাবি করে দ্রæত অপসারণের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার পক্ষে লিখিত বকত্ব্য পাঠ কওে মহিউদ্দিন বলেন, বেতাগিইউনিয়ন পরিষদে দীর্ঘদিন অনিয়ম ও দূর্ণীতির আতুর ঘর ছিলো।্ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি থাকায় কেহ মুখ খুলতে সাহস পায়নি। আজ ছাত্র ও জনতা এক হয়েছে দূর্নীতিকে প্রতিরোধ করতে। আমরা চাই প্রশাসন দ্রæত সময়ের মধ্যে এই দূর্নীতিবাজ চেয়ারম্যানকে অপসারন করবেন।
বেতাগিসানকিপুর ইউনিয়ন পরিষদের সামনের মূল ফটকে চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু দাবি করে বলেন বর্তমান সরকার যদি মনে করেন আমি দূর্নীতিবাজ তা হলে আমাকে আপসারণ করলে আমি অবনতভাবে মেনে নিবো । কিন্তু আজ বৈষম্য বিরোধী ছাত্রের ব্যানারে আমাকে নিয়ে যাহারা অপপ্রচার করলো ওরা ছাত্র নয় এলাকার কিছু মাদক সেবি ও বখাটে ছেলে। এদের আমি কখোনই দেখিনি ও চিনি না। আমি এর তিব্র নিন্দা জানাই।