সাংবাদিকদের পরিচয় হবে তারা জাতির দর্পণ
মোহাম্মদ আককাস আলী : সাংবাদিকদের কোন রাজনৈতিক দলের পরিচয় থাকতে পারে না। তাদের একটি পরিচয় তারা সাংবাদিক। তাদের একটিই পরিচয় তারা প্রেমিক তারা নির্ভীক,তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তারা তাদের মতো প্রাণ খুলে লিখবে। রাষ্ট্র তাদেরকে সেই স্বাধীনতা দিবে। একই ব্যক্তি বিভিন্ন পেশায় থাকতে পারে না। একজন চাকুরিজীবী একজন রাজনীতিবিদ যদি সাংবাদিক পেশায় জড়িয়ে পড়ে সে পেশা কখনোই জাতির জন্য কল্যাণকর হতে পারে না।
অতএব তুমি চাকুরী করবে চাকুরীতেই সততা নিয়ে কাজ করো। রাজনীতি করবে রাজনীতিতেই থেকে জনসেবা করে যাও। মনে রাখবে যে যার দায়িত্বে আছো,সেই দায়িত্ব পালন করে যাও। দেখবে রাষ্ট্র রোগাক্রান্ত হবে না।
সাংবাদিক ইস্তম্ভ জাতির দর্পণ। তারা দেশ ও সমাজের দর্পণ। তাদেরকে প্রাণ খুলে লেখার অধিকার দিতে হবে। তারা যেন অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে কলম চালাতে পারে সেই গ্যারান্টি রাষ্ট্রকে দিতে হবে। আবার সাংবাদিকদের মনে রাখতে হবে তাদের মধ্যে যেন হলুদ সাংবাদিকতা না আসে সেই দিকেও খেয়াল রাখতে হবে। সংবাদপত্রের সম্পাদক মন্ডলীদের দায়িত্ব হবে দায়িত্বশীল ব্যক্তিদের হাতে দায়িত্ব অর্পণ করা। যে কেউ যেন সংবাদপত্রের দায়িত্ব নিতে না পারে সেই দিকে তাদেরকে খেয়াল রাখতে হবে। চাকুরীজীবী,ভুঁইফোর রাজনীতিবিদেরা যেন সংবাদপত্রে প্রবেশ করতে না পারে সেইদিকে কড়া দৃষ্টি রাখতে হবে সম্পাদক মন্ডলীদের। দুঃখের সাথে বলতে হয় এই পেশাকে কলুষিত করেছে হলুদ সাংবাদিকতা। এর জন্য দায়ী সম্পাদকগণ কম নয়।
Print [1]