ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

বগুড়ায়  গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধারকৃত মহিলার লাশের পরিচয় শনাক্ত

বগুড়ায়  গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধারকৃত মহিলার লাশের পরিচয় শনাক্ত

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুর বিবির পুকুর থেকে উদ্ধারকৃত অজ্ঞাতনামা মহিলার ঝুলন্ত লাশের পরিচয় পাওয়া গেছে। সে  বগুড়া সদর উপজেলার দক্ষিণ গোদারপাড়ার জালাল উদ্দিনের স্ত্রী রুম্পা আকতার (২০)।  পুলিশ জানান, এ গত মঙ্গলবার  রুম্পা আকতার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার বেলা১১ টায় দিকে কাহালু থানা পুলিশ বগুড়া -নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার বিবিরপুকুর বাজারের পূর্বে নারহট্র ইউপির  সাবেক চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলালের আমবাগান হতে তার ঝুলন্ত লাশ উদ্ধার  করেন। এ বিষয়ে বগুড়া কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম জানান, লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে জানা যাবে হত্যা না আত্মহত্যা। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।