ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

জাতীয় আদিবাসী পরিষদের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জাতীয় আদিবাসী পরিষদের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোহাম্মদ আককাস আলী :
সমতল অঞ্চলের ঐতিহ্যবাহী আদিবাসী সংগঠন জাতীয় আদিবাসী পরিষদের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী  উদযাপন উপলক্ষে জাতীয় আদিবাসী কেন্দ্রীয় কমিটির আয়োজনে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর-২০২৪ রোজ মঙ্গলবার দুপুরে ২ টায় নওগাঁ জেলার শহরের মুক্তির মোড় শহীদ মিনার থেকে র‌্যালী নওগাঁ জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ মুক্তির মোড় শহীদ মিনার পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ নেতা জয়নাল আবেদীন মকুল,জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, দপ্তর সম্পাদক নকুল পাহান, কেন্দ্রীয় কমিটির সদস্য অজিত মুন্ডা। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ সদর উপজেলা  সাধারণ সম্পাদক নিতাই পাহান, পত্নীতলা উপজেলা সভাপতি দেবেন্দ্রনাথ উরাও, পোরশা উপজেলা কমিটির সভাপতি ধীরেন উরাও, সাধারণ সম্পাদক আইচন পাহান, সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র মুন্ডা, আদিবাসী ছাত্র  পরিষদ পরিষদের নওগাঁ জেলা সভাপতি মিঠুন পাহান, সাধারণ সম্পাদক চঞ্চল মুন্ডা, সাংগঠনিক সম্পাদক পলাশ পাহান সহ নেতৃবৃন্দ।