ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

নাগরপুরে কথা কাটাকাটির জেরে চাচা-ভাতিজা খুন, গণ পিটুনিতে হত্যাকারী নিহত

নাগরপুরে কথা কাটাকাটির জেরে চাচা-ভাতিজা খুন, গণ পিটুনিতে হত্যাকারী নিহত


নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে সামান্য কথা কাটাকাটির জেরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এবং গণ পিটুনিতে হত্যাকারী নিহত হয়েছে। এছাড়াও ১ জন গুরুতর আহত হয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন – আব্দুল ছাত্তার (৫০), পিতা – ফজর আলী এবং আসাদুল মিয়া (২৮), পিতা – মুকুল মিয়া। এরা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। গণ‌ পিটু‌নি‌তে নিহত হত্যাকারী একই গ্রামের মো. বাশি মিয়ার ছেলে তালিপ মিয়া (২৫)।

স্থানীয়দের ভাষ্যমতে, পূর্বপাড়া কাতার মার্কেটের একটি ওষুধের দোকানের সামনে কথা কাটাকাটির জের ধরে ভাতিজা আসাদুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ঘাতক তালিপ। এতে চাচা ছাত্তার এগিয়ে আসলে তাকেও কুপিয়ে হত্যা করা হয়। একই সাথে একজন গুরুতর আহত হয়। পরবর্তীতে ঘটনা ছড়িয়ে পড়লে উত্তেজিত জনগণ একত্রিত হয়ে হত্যাকারীকে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই ঘাতকের মৃত্যু হয়।

ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান খান শাকিল মুঠোফোনে জানায়, হত্যাকারী তালিপ মিয়া মাদকাসক্ত ছিলেন। কথা কাটাকাটির এক পর্য়ায়ে এমন খুনের ঘটনা ঘটেছে। নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।