ভেড়ামারায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাইসাইকেল ও চেক বিতরণ
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ক্ষুদ্র নূ গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তিক চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড।
গতকাল রবিবার বিকেল ৪ টার সময় ভেড়ামারা উপজেলার চত্বরে ভেড়ামারা উপজেলা প্রশাসনের সহযোগিতা উপজেলা প্রকল্প ও দুর্যোগ ব্যবস্থাপনা আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তিক চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস,উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা শহিদুল্লাহ, আহাদ সরকার, সাদ্দাম হোসেন, প্রমুখ।
উল্লেখ্য দশ জন মাধ্যমিক পর্যায়ে ১০ জন ক্ষুদ্র – নৃ গোষ্ঠীর মেয়ে শিক্ষার্থীর মধ্যে ১০ টি বাইসাইকেল ও প্রাথমিক পর্যায়ের ১০ জন কে জন প্রতি ২৫ শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ১০ জন কে জন প্রতি ৬ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫ জন কে জন প্রতি ৯৫০০ টাকার শিক্ষাবৃত্তিক চেক বিতরণ করা হয়।