লালপুরে পুকুরের ডুবে শিশুর মৃত্যু
এ জেড সুজন মাহমুদ, প্রতিনিধি লালপুর (নাটোর): নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ হোসাইন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে লালপুর উপজেলার বুধপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হোসাইন বুধপাড়া গ্রামের ইয়ার উদ্দিন এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে খেলতে খেলতে হঠাৎ একসময় পুকুরের পানিতে ডুবে যায় হোসাইন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু হোসাইনকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য এনামুল হক।
Print [1]