ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বগুড়ায় প্রশাসনের প্রশাসনের অবহেলার কারণে   ব্যাপক হারে বেড়েছে চুরি                     

বগুড়ায় প্রশাসনের প্রশাসনের অবহেলার কারণে   ব্যাপক হারে বেড়েছে চুরি                     

(বগুড়া) প্রতিনিধি: গত কয়েকদিন যাবত বগুড়া শহরে  বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে এছাড়াও শহরের আশেপাশে গ্রাম অঞ্চলেও  চুরি বৃদ্ধি পেয়েছে।  অনেক এলাকায় চোর  ধরা পড়লেও স্থানীয় জনতা গণধোলাই দিয়ে ছেড়ে দিচ্ছেন এছাড়াও  কিছু জায়গায় চোর ধরা পড়লে পুলিশকে ফোন করলেও নানা কারণ দেখিয়ে  পুলিশের উপস্থিতি পাওয়া যায় না ।   এতে করে সাধারণ মানুষের চুরি আতঙ্কে দিন কাটছে ।  মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়ছে ।  অনেকেই মনে করছেন পুলিশের স্বাভাবিক কার্যক্রম দ্রুত ঠিক করা প্রয়োজন বিশেষ করে শহরে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে।  বগুড়া শহরে খোঁজ নিয়ে জানা যায় ,  সহরের জলেশ্বরীতলা, মালতিনগর, খান্দার, সুত্রাপুর, বড় গোলা, দত্ত বাড়ি,কাটনার পাড়া, কালিতলা,  বাদুরতলা,  ছাড়াও  আরো অনেক এলাকায় প্রতিদিন চুরির ঘটনা ঘটছে অনেক জায়গায় স্থানীয় জনগন  সতর্ক অবস্থানে রয়েছে  কিন্তু পুলিশ এর  স্বাভাবিক কার্যক্রম না থাকলে এসব চুরি  ঠেকানো সম্ভব নয় বলে অনেকে জানান ।  এলাকাবাসীদের দাবি দ্রুত শহরের নিরাপত্তা জন্য পুলিশের কার্যক্রম সাভাবিক রাখা  প্রয়োজন ।