বগুড়ার ন্যাশনাল ডক্টরস ফোরামসীরাত মাহফিল অনুষ্ঠিত
(বগুড়া) প্রতিনিধি: বগুড়া-ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ ) বগুড়া শাখার উদ্যোগে সোমবার শহরের একটি অভিজাত হোটেলে এক সীরাত (রাঃ) মাহফিল সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক ডাঃ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন এনডিএফ কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া জেলা শাখার সাবেক আমীর অধ্যক্ষ শাহাবুদ্দিন, রংপুর –দিনাজপুর অন্চলের টিম সদস্য ও গাইবানন্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম. বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, এনডিএফ বগুড়ার উপদেষ্টা ডাঃ এএইচএম মুশিহুর রহমান, রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি সহকারী অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল করিম, বগুড়া শাখার সেক্রেটারী সহকারী অধ্যাপক ডাঃ মাহবুবর রহমান সরকার, ডাঃ সেলিম রেজা, ডাঃ মাহফুজুর রহমান মামুন প্রমুখ। উক্ত সিরাত মাহফিলে শতাধিক চিকিৎসক অংশ নেন।
Print [1]